মেনু নির্বাচন করুন

ইতিহাস

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা করেন।

১৯৭৪ সালে অত্যন্ত অনাড়ম্বর ভাবে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু করা হয়। জানুয়ারি ১৯৭৫ হতে নবম ও দশম শ্রেণী চালু করা হয়। ১৯৯৩ সালে বিদ্যালয় টি বলিকা উচ্চ বিদ্যালয় হিসাবে জাতীয়করণ করা হয় ।

 মওলানা ভাসানী জীবনের শেষ দশকে এসে অভিজ্ঞতার নির্যাস হতে সন্তোষ ইসলামি বিশ্ববিদ্যালয় নামকরনে একটি শিক্ষা ব্যবস্থার দৃষ্টান্ত প্রতিষ্টিত করতে চেয়েছিলেন।

এজন্য  স্থাপন করেছেলেন “ইসলামি বিশ্ববিদ্যলয়  শিশু স্কুল ও

‘ইসলামি বিশ্ববিদ্যলয়  বালিকা উচ্চ বিদ্যালয়”।

মজলুম জননেতার চিন্তাধারার প্রতি শ্রদ্ধা বসত সরকার নামকরণের মৌলিকতা বজায় রেখে ১৯৯৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করে।

 

প্রতিষ্ঠানটিতে মহান তাপসী রাবেয়া বসরি (রহ:) এর নামে রাবেয়া বসরি (রহ:) হোস্টেল চালু করেন । এখানে ছাত্রিদের শ্রমভ্যাস,সেবামূলক কাজ,উৎপাদনশীলতা ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হয়।

সর্বপরি প্রতিষ্ঠানটিতে মহান প্রতিষ্ঠাতার নির্দেশনাকে অনুসরণ করা হয়।