মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা করেন।
১৯৭৪ সালে অত্যন্ত অনাড়ম্বর ভাবে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু করা হয়। জানুয়ারি ১৯৭৫ হতে নবম ও দশম শ্রেণী চালু করা হয়। ১৯৯৩ সালে বিদ্যালয় টি বলিকা উচ্চ বিদ্যালয় হিসাবে জাতীয়করণ করা হয় ।
মওলানা ভাসানী জীবনের শেষ দশকে এসে অভিজ্ঞতার নির্যাস হতে সন্তোষ ইসলামি বিশ্ববিদ্যালয় নামকরনে একটি শিক্ষা ব্যবস্থার দৃষ্টান্ত প্রতিষ্টিত করতে চেয়েছিলেন।
এজন্য স্থাপন করেছেলেন “ইসলামি বিশ্ববিদ্যলয় শিশু স্কুল ও
‘ইসলামি বিশ্ববিদ্যলয় বালিকা উচ্চ বিদ্যালয়”।
মজলুম জননেতার চিন্তাধারার প্রতি শ্রদ্ধা বসত সরকার নামকরণের মৌলিকতা বজায় রেখে ১৯৯৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করে।
প্রতিষ্ঠানটিতে মহান তাপসী রাবেয়া বসরি (রহ:) এর নামে রাবেয়া বসরি (রহ:) হোস্টেল চালু করেন । এখানে ছাত্রিদের শ্রমভ্যাস,সেবামূলক কাজ,উৎপাদনশীলতা ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হয়।
সর্বপরি প্রতিষ্ঠানটিতে মহান প্রতিষ্ঠাতার নির্দেশনাকে অনুসরণ করা হয়।
Total Visitors:
Current Users: